Search Any Post...

ভালোবাসা দিবসে এতিম হাফেজদের নিয়ে ভিন্নধর্মী আয়োজন.

ভালোবাসা দিবসে এতিম হাফেজদের নিয়ে ভিন্নধর্মী আয়োজন।

এতিম এবং দৃষ্টি প্রতিবন্ধী পবিত্র কুরআনের হাফেজদের নিয়ে ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করেছে রাজধানীর একটি রেস্টুরেন্ট। এদিন তাদের সঙ্গে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। তাদের বরণ করে নেয়া হয় ফুল দিয়ে। এর আগে তাদের নিয়ে জুমার নামাজ আদায় করা হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।
আল-কাদেরিয়া ক্যাফে নামের ওই রেস্টুরেন্টের চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা দক্ষিণের প্রেসিডেন্ট ফিরোজ আলম সুমন এ আয়োজন করেন।
এ আয়োজনে বেশ খুশি অসহায় এসব মেয়েরা। এ বিষয়ে ফিরোজ আলম সুমন বললেন, ভালোবাসা দিবসে সবাই কতকিছু করে। একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে। কিন্তু অসহায় এই এতিম এবং অন্ধ শিশুরা কারো ভালোবাসা পায় না। এদের মনেও স্বপ্ন আছে, এদের মনেও ভালোবাসা আছে, সুতরাং আমি এদের মুখে হাসি ফোটাতে পারলে আত্মতৃপ্তি পাই। তাই ওদের সঙ্গে ভালোবাসা ভাগাভাগি করতেই এই আয়োজন।
আসুন আমরা সবাই এগিয়ে আসি। ধর্মে বাইরে কেউ না যায়।

Thanks for Websites Visiting.......

0 Response to "ভালোবাসা দিবসে এতিম হাফেজদের নিয়ে ভিন্নধর্মী আয়োজন."

Post a Comment